পটুয়াখালীতে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বিশ্ব ডিম দিবস উপলক্ষে  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রেজাউল ইসলাম, পটুয়াখালী

পটুয়াখালীতে জেলা প্রশাসন ও প্রানী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব ডিম দিবস পালিত।   ১২ অক্টোবর   সকাল ৯টায় জেলা প্রশাসন ও প্রানী সম্পদ অধিদপ্তরের আয়োজনে সার্কিট হাউস চত্বর থেকে “সুস্থ সবল জাতি চাই-সব বয়সেই ডিম খাই” শ্লোগান সম্বলিত  ব্যানার নিয়ে এক র‌্যালী শরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা কালেক্টরেট ভবনের সামনে র‌্যালী শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসক দরবার হলে জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মলয় কুমার শূর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল হাফিজ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ডাঃ সোহেল রানা, গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, পোল্ট্রি খামারী মালেক গাজী প্রমুখ। #
রেজাউল ইসলাম